রাজধানীতে ৬০ কোটি টাকার কোকেন জব্দ
প্রতীকী ছবি
রাজধানীর কোনাপাড়া ও গুলিস্তান এলাকা থেকে ৬০ কোটি টাকার কোকেন জব্দ করেছে র্যাব। এ সময় ৬ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার।
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে আটকদের নাম-পরিচয় জানায়নি র্যাব। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে।
মেজর শাহরিয়ার বলেন, মঙ্গলবার রাজধানীর কোনাপাড়া ও গুলিস্তান এলাকা থেকে ২ কেজি কোকেন জব্দ করেছে র্যাব-১০ এর একটি দল। যার আনুমানিক দাম ৬০ কোটি টাকা। অভিযানের বিস্তারিত বুধবার দুপুরে জানানো হবে।
বিজ্ঞাপন
এমএসি/এইচকে