‘জীবনমুখী শিক্ষায় বেশি জোর দিয়েছে সরকার’
কারিগরি শিক্ষা বোর্ড আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বর্তমান সরকারের আমলে জীবনমুখী শিক্ষার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। তাই কারিগরি শিক্ষাকে টেকসই জীবনধারণের বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে।
শনিবার (২ জানুয়ারি) মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে মুজিববর্ষ উপলক্ষে কারিগরি শিক্ষা বোর্ড আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিজ্ঞাপন
উপমন্ত্রী বলেন, কারিগরি শিক্ষাকে কাজে লাগিয়ে বিশাল জনসম্পদের সঠিক ব্যবহার করতে পারলে বাংলাদেশ একদিন প্রাচ্যের সুইজারল্যান্ড-সিঙ্গাপুর হবে।
নওফেল বলেন, বঙ্গবন্ধু জনসম্পদ সৃষ্টির জন্য দক্ষতা এবং বৃত্তিমূলক, বুনিয়াদি শিক্ষার ওপর জোর দিয়েছিলেন। তিনি বাস্তব শিক্ষাসহ প্রযুক্তি নির্ভরতার ওপর জোর দিয়েছেন।
বিজ্ঞাপন
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুরাদ হোসেন মোল্ল্যা প্রমুখ।
এতে কারিগরি শিক্ষাবোর্ডের ১২৭ জন কর্মকর্তা অংশ নেন। পরে তাদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।
এনএম/এমএইচএস