লন্ডন ফ্লাইটে ফেরা ৩৪ জনকে পাঠানো হলো কোয়ারেন্টাইনে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন ফ্লাইটে মোট ৩৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের সবাইকে নির্দিষ্ট হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। হোটেলে তাদের কোয়ারেন্টাইনের বিষয়টি নজরদারি করবেন আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সদস্যরা।
যুক্তরাজ্যফেরত যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানোর নির্দেশনা দেওয়ার পর এটিই লন্ডন থেকে প্রথম ফ্লাইট।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। তাদের মধ্যে ২৮ জন সিলেটে নেমে যান, বাকি ৬ জন ঢাকায় অবতরণ করেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলথ ডেস্কের দায়িত্বরত চিকিৎসক ঢাকা পোস্টকে জানান, বিমানবন্দরে অবতরণের পরপরই তাদের অন্য ফ্লাইটের যাত্রী ও বিমানবন্দরের স্টাফদের কাছ থেকে পৃথক করে হেলথ ডেস্কে আনা হয়। সেখানে তাদের কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট যাচাই করা হয়। সবার কোয়ারেন্টাইনের জন্য হোটেল বুকিং দেওয়া ছিল। বিমানবন্দর থেকে ঠিক করা একটি বাসে তাদের স্ব স্ব হোটেলে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে সিলেটে অবতরণ করা ২৮ জনকেও একইভাবে স্ব স্ব হোটেলে কোয়ারেনন্টাইনে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ। তিনি সাংবাদিকদের বলেন, ‘যাত্রীরা অত্যন্ত সচেতনতার সঙ্গে যুক্তরাজ্য থেকেই নিজেদের হোটেল বুকিং করে এসেছেন। সিলেটে অবতরণের পর একটি বিআরটিসি বাসে তাদের স্ব স্ব হোটেলে পাঠানো হয়েছে।’
এদিকে যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশ দেশটির সঙ্গে প্লেন যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
বাংলাদেশের মধ্যে এই দাবি উঠলেও সরকার এখনও লন্ডনের ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয়নি। তবে ২০২১ সালের ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত যুক্তরাজ্য থেকে আসা সবাইকে নির্দিষ্ট হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টানে থাকা বাধ্যতামূলক বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ঢাকায় অবতরণ করা যাত্রীদের নিকুঞ্জের বেস্টওয়েস্টার্ন প্লাস মায়া, বনানীর অমনি রেসিডেন্সি, হোটেল গ্রেস-২১, হোটেল এফোর্ড ইন, হোয়াইট প্যালেস হোটেল, মেরিনো রয়েল হোটেল এবং মেমেন্টো হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেনন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
আর সিলেটের যাত্রীদের জন্য হোটেল রোজভিউ, স্টার প্যাসিফিক, নুরজাহান গ্র্যান্ড, হলি গেট, লা-রোজ, ব্রিটানিয়া, অনুরাগ ও হোটেল হলিসাইড নির্ধারণ করা হয়েছে।
রোববার এক অনুষ্ঠানে যুক্তরাজ্য ফ্লাইট বন্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘কোনো দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধের কোনো সিদ্ধান্ত আপাতত নেই। স্বাস্থ্যবিধি মেনে বিমান যোগাযোগ অব্যাহত থাকবে।’
এদিকে বর্তমান সংকটময় পরিস্থিতিতে যুক্তরাজ্যের লন্ডনগামী দুইটি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ। ফ্লাইট দুটি হচ্ছে জানুয়ারি মাসের ২৩ ও ৩০ তারিখের। ফ্লাইট দুটির ঢাকা থেকে সিলেট হয়ে লন্ডন যেতো। আবার লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসার কথা ছিল।
এআর/জেডএস