ভুয়া নিয়োগের নামে টাকা আত্মসাৎ, ২৩ প্রতারক আটক
রাজধানীর মিরপুরের শাহ আলী, পল্লবী, কাফরুল ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ২৩ প্রতারককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় অভিযানে চাকরি প্রত্যাশী ৫০ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
শুক্রবার (১৫ জানুয়ারি) র্যাব-৪ এর সহকারী পরিচালক (এএসপি) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমাদের কাছে চাকরি প্রত্যাশীরা অভিযোগ করে, কিছু ভুয়া নামধারী কোম্পানি চাকরিপ্রার্থীদের চাকরি দেওয়ার নামে প্রতারণার ফাঁদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর শাহ আলী, পল্লবী, কাফরুল ও তেজগাঁও এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে করে এই ২৩ প্রতারককে আটক করে র্যাব-৪।
বিজ্ঞাপন
আটকরা হলেন- তাসলিমা সুলতানা (৩০), সায়মা ইসলাম (২৪), মৌসুমী আক্তার (২৮), সাইফুল ইসলাম (৩০), রাকিব হোসেন (২০), সুমনা খাতুন (১৯), সোহেল ফরাজি (২৯), শামীমা আক্তার (২৮), মো. কামরুজ্জামান (৩৩), মশিউর রহমান (২৭), মোছা. সোহাগ (১৯), মো. রুবেল (২৮), মমতাজ নায়রী (৪৪), শাহীনূর আক্তার (২৭), আব্দুল হামিদ (৩৮), আব্দুল জব্বার (৩৬), গাজিউর রহমান (২২), আব্দুস সালাম (৩৬), মাহামুদা খাতুন (৩০), মাসুম কবির (২৯), ফরিদ ইমরান (২৬), এনামুল হক (২৭) ও মাহমুদা খাতুন (৩০)।
র্যাব জানায়, এ সময় রাজধানীর শাহ আলী এলাকার অভিযানে ‘লাইফ গার্ড সিকিউরিটি অ্যান্ড সাপ্লাই লিমিটেড’ নামক কোম্পানি থেকে ১০০ জীবন বৃত্তান্ত ফরম, ১৫ চাকরির আবেদন ফরম বই, চারটি রেজিস্টার, চারটি সীল মোহর, সাতটি মোবাইল, ২০০ ভিজিটিং কার্ড ও নগদ পাঁচ হাজার ৫০০ টাকাসহ পাঁচ প্রতারককে আটক করা হয়।
রাজধানীর পল্লবীতে ‘বিজবন্ড আইটি লিমিটেড’ নামক কোম্পানিতে অভিযান চালিয়ে ৫০টি টাকা প্রাপ্তি রশিদ, ৩০০ ভর্তি ফরম, ৬৫ অঙ্গীকারনামা, ৭০টি চাকরির নিয়োগ ফরম, ২০০ কমিশন ভাউচার, সাতটি রেজিস্টার, একটি প্যাড ও চারটি মানি রিসিটসহ তিন প্রতারককে আটক করা হয়।
এছাড়া রাজধানীর কাফরুলের শাহ আলী প্লাজায় ‘ডিজিট-৪ সিকিউরিটি অ্যান্ড লজিস্টিকস সার্ভিসেস লিমিটেড’র অফিস থেকে ১০টি প্রচারপত্র, পাঁচটি আইডি কার্ড, ১০টি মনোগ্রাম ও ৪০টি ভর্তি ফরমসহ ছয় প্রতারককে আটক করা হয়।
আর রাজধানীর তেজগাঁও ‘বিজবন্ড আইটি লিমিটেড’ নামক একটি ভুয়া প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৫টি টাকা প্রাপ্তির রশিদ, একটি ভর্তি ফরম বই, পাঁচটি চুক্তিপত্র, একটি সীল, ৫০ ভিজিটিং কার্ড, ৪৫ আইডি কার্ড, ১৫ জীবন বৃত্তান্ত ও ১৫টি কমিশন ভাউচারসহ নয় প্রতারককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে নামে-বেনামে প্রতিষ্ঠান খুলে। পরে দেশের বিভিন্ন স্থান থেকে বেকার ও আর্থিক অস্বচ্ছল তরুণ/তরুণীদের আকর্ষণীয় ও উচ্চ বেতনের চাকিরর প্রলোভন দেখিয়ে প্রশিক্ষণের নামে অর্থ আদায় করে। এছাড়া ভুয়া নিয়োগপত্র দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারক চক্রের সদস্যরা ভুক্তভোগীদের থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান জিয়াউর রহমান চৌধুরী।
এমএসি/ওএফ