রাজারবাগে সম্প্রসারিত পুলিশ শপিং মল চালু
শপিং মলটি দুই তলায় উন্নীত করা হয়েছে
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে সম্প্রসারিত পুলিশ শপিং মল চালু হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম এ শপিং মল শুভ উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
এসময় ডিএমপি কমিশনার বলেন, পুলিশ শপিং মল সম্প্রসারিত করে দুই তলায় উন্নীত করা হয়েছে। পুলিশ সদস্যরা এ শপিং মলে নিত্যপ্রয়োজনীয় সব সামগ্রী সুলভ মূল্যে কিনতে পারবেন।
এ ছাড়াও রাজারবাগ পুলিশ লাইনস মডেল মেস-৫ এর উদ্বোধন করেন ডিএমপি কমিশনার।
বিজ্ঞাপন
এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (সদর ও দপ্তর) মিরাজ উদ্দিন আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঞাঁসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেইউ/এসআরএস