পর্যটন এলাকায় ওয়াইফাই নেটওয়ার্ক নিশ্চিতে গুরুত্বারোপ
‘ট্যুরিজম বিকাশে ডিজিটাল প্রযুক্তি’ বিষয়ক অনলাইন কর্মশালা
ভ্রমণপিপাসুদের বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দিতে পর্যটন এলাকায় ওয়াইফাই নেটওয়ার্ক নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এর পাশাপাশি মন্ত্রী পর্যটন জোনগুলোর মার্কেটিং ও গ্রুপ ট্র্যাকিংসহ এ খাতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
শনিবার (৬ ফেব্রুয়ারি) ‘ট্যুরিজম বিকাশে ডিজিটাল প্রযুক্তি’ বিষয়ক এক অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি পর্যটন খাতের বিভিন্ন তথ্য তুলে ধরেন। বেসরকারি টুরিস্ট অপারেটরদের সংগঠন এসোসিয়েশন অব টুরিস্ট অপারেটর বাংলাদেশ (টোয়াব) কর্মশালাটির আয়োজন করে।
বিজ্ঞাপন
কক্সবাজার জেলার সাবরাংয়ে পর্যটকদের জন্য বিশেষ পর্যটন জোন গড়ে তোলা হচ্ছে উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, পর্যটন শিল্পের জন্য বাংলাদেশ অনেক বড় সম্ভাবনার জায়গা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার মানুষদের অতিথিপরায়ণতা কাজে লাগাতে পারলে দেশের অর্থনৈতিক বিকাশে পর্যটন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি পর্যটন শিল্পকে একটি শক্তিশালী খাত হিসেবে গড়ে তুলতে সরকারের উদ্যোগের পাশাপাশি ট্যুর অপারেটরদের কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, পর্যটকদের জন্য আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারলে দেশি-বিদেশি পর্যটকদের অনেক বেশি আগ্রহ তৈরি হবে। এক সময় ট্যুরিজমের জন্য দেশে অবকাঠামো ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের পর্যটন শিল্প এক নতুন মাত্রায় রূপ নিয়েছে।
বিজ্ঞাপন
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, এক সময় পর্যটকরা সীমিত এলাকায় বেড়াতে আগ্রহী ছিলেন। বর্তমানে অবস্থার পরিবর্তন হয়েছে। ভ্রমণপিপাসু মানুষদের এখন টাঙ্গুয়ার হাওর, সুন্দরবন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা দেশের প্রাকৃতিক সৌন্দর্যের জায়গায় অনেক বেশি আগ্রহ বেড়েছে।
এ সময় মন্ত্রী পর্যটন খাত বিকাশে নিজের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, দেশে গত এক দশকে গড়ে উঠা অবকাঠামো বিদেশি পর্যটকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এ কাজ চলমান রাখতে হবে।
বাংলাদেশ ভ্রমণে বিদেশিদের আগ্রহ বাড়িয়ে তুলতে পারলে পর্যটন খাতে আরও সুদৃঢ় অবকাঠামো গড়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি। পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে টোয়াবকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, পর্যটন খাতের জন্য দক্ষ মানব সম্পদ তৈরি ও অবকাঠামো গড়ে তোলার পর ডিজিটাল প্রযুক্তির সুযোগ কিভাবে কাজে লাগানো যায়, সে বিষয়টি দেখতে হবে।
টোয়াব সভাপতি মো. রাফিউজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দেব এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও জাভেদ আহমেদ বক্তব্য দেন।
একে/এমএইচএস