থাইল্যান্ড-মালয়েশিয়ার সঙ্গে খেলতে হবে : সালাউদ্দিন
ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে কাতারের বিপক্ষে তাদের ঘরের মাঠে পাঁচ গোলের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি লাল সবুজের প্রতিনিধিরা।
এই হারের পরদিন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। কাতারের বিপক্ষে ম্যাচের ফলাফল তার কাছে অনুমিত ছিল বলে জানিয়েছেন তিনি। সঙ্গে থাইল্যান্ড-মালেশিয়ার মতো দলগুলোর বিপক্ষে খেলতে হবে বলে মনে করেন বাফুফে সভাপতি।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘কাতার এশিয়া কাপ চ্যাম্পিয়ন ও আসন্ন বিশ্বকাপের স্বাগতিক। এমন দলের বিরুদ্ধে আমরা যে ফলাফল করেছি, সেটা অনেকটা অনুমতিই ছিল। আমাদের সাফের গন্ডি পেরিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া,সিঙ্গাপুরের মতো দলের সাথে খেলতে হবে বেশি করে। এতে আমাদের অবস্থার উন্নতি হবে এবং কাতার-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে গেলে তখন খুব বেশি বেগ পেতে হবে না।’
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ ইতোমধ্যে পাচটি ম্যাচ খেলেছে। বাকি আছে আর তিনটি ম্যাচ। ভারত, ওমান ও আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি ম্যাচই হবে ঘরের মাঠে।
বিজ্ঞাপন
এই ম্যাচগুলোকে ঘিরে নিজেদের পরিকল্পনার কথাও জানিয়েছেন সালাউদ্দিন, ‘তিন ম্যাচের আগে আমি এক মাস সময় নেব। দুই সপ্তাহ ফিজিক্যাল ও দুই সপ্তাহ ট্যাকটিক্যালের জন্য। বড় ম্যাচগুলোর আগে আমরা এইভাবেই কাজ করব সামনে থেকে।’
ঘরোয়া ফুটবলে প্রতিযোগিতা চলমান থাকলে এর মধ্যে জাতীয় দলের জন্য ক্যাম্প বন্ধ রাখতে ক্লাবগুলো রাজি হবেন কিনা এমন প্রশ্নের জবাবে সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন,‘সভাপতির সঙ্গে আমিও একমত থাইল্যান্ড,মালয়েশিয়ার সাথে খেলা দরকার। শুধু অ্যাওয়ে ম্যাচ নয়, আমরাও ম্যাচ আয়োজন করব। কারণ এই ম্যাচে দর্শক আসলে, পৃষ্ঠপোষকরা ফুটবলের প্রতি আকৃষ্ট হবে।’
উল্লেখ্য, বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন বৃহস্পতিবার রাতে করোনা নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। করোনা নেগেটিভ হওয়ার পর আজই প্রথম বাফুফে ভবনে আসেন সালাউদ্দিন।
এজেড/এমএইচ