মাশরাফিকে অধিনায়কত্ব দিতে চায় রাজশাহী
ছবি : সংগৃহীত
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে নাম ছিল না মাশরাফি বিন মুর্তজার। তবে তখন জানানো হয়েছিল আসরের মাঝপথে তিনি খেলার উপযুক্ত হলে যেকোনো দল চাইলে তাকে দলে ভেড়াতে পারবে। একাধিক দল তাকে দলে নিতে চাইলে লটারি হওয়ার সিদ্ধান্তের কথাও জানানো হয় তখন।
কয়েকদিন আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হঠাৎই অনুশীলনে ফিরেন মাশরাফি। এরপর থেকেই জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে নিজেদের দলে নেয়ার ইচ্ছে প্রকাশ করে ফরচুন বরিশাল ও জেমকন খুলনা।
বিজ্ঞাপন
শনিবার একই ইচ্ছের কথা জানিয়েছে মিনিস্টার রাজশাহী। এমনকি দলে ভেড়ালে এবং মাশরাফির ইচ্ছে থাকলে আসরের মাঝপথেই তার কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব দিতে চায় তারা। এমনটিই জানিয়েছেন রাজশাহীর ম্যানেজার হান্নান সরকার।
তিনি বলেন, ‘মাশরাফি যদি আমাদের দলে আসে অবশ্যই প্রথম আলোচনাটাই হবে তুমি কি অধিনায়কত্ব করতে চাও কি চাও না বা তুমি কি চাচ্ছো। তো এখানে আমার মনে হয় মাশরাফির উপর দায়িত্বটা ছেড়ে দেয়ার সুযোগ আছে। কিন্তু এটা এখনও নির্ভর করে যে মাশরাফি এবং আমাদের টিম ম্যানেজম্যান্টের আলোচনার পরে আমরা সিদ্ধান্তটা জানাতে পারব।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘এখানে বিশাল বিষয় হচ্ছে মাশরাফি কি চাচ্ছে। কারণ মাশরাফি এমন একজন খেলোয়াড় , এমন একজন অধিনায়ক তাঁর সঙ্গে আলোচনা না করে আমরা কোন সিদ্ধান্ত তৈরি করতে পারব না। সো এখানে মাশরাফির মতামতটা খুবই গুরুত্বপূর্ণ।’
ড্রাফট থেকে এ ক্যাটাগরির কোনো ক্রিকেটারকে দলে ভেড়ায়নি রাজশাহী। সবার আগে তারা ডেকেছিল মোহাম্মদ সাইফউদ্দিনকে। কিন্তু এই অলরাউন্ডার টুর্নামেন্ট শুরুর আগেই পড়েন ইনজুরিতে। মাশরাফির সঙ্গে সাইফউদ্দিনও ফিরলে দলের শক্তি বেড়ে যাবে বলে মনে করেন হান্নান।
তিনি আরও বলেন, ‘আমরা সাইফউদ্দিনকে ঘিরে পরিকল্পনা সাজিয়েছিলাম। সে জায়গায় বড় ধাক্কা খাওয়ার পরে সাইফউদ্দিনকে আশা করি আমরা পেতে যাচ্ছি। সঙ্গে যদি মাশরাফি হয় তাহলে আমার মনে হয় যে দলের শক্তি অনেক বেড়ে যাবে এবং আপনারা সম্প্রতি দেখেছেন যে আমরা বোলিংয়ে কিছুটা স্ট্রাগল করছি। তো সেই জায়গা থেকে মনে হয় সাইফউদ্দিন-মাশরাফি দুজনকে যদি আমরা একসঙ্গে খেলাতে পারি, আমাদের দলের জন্য একটা বিশাল পাওয়া হবে।’
এমএইচ