ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের প্রথম ম্যাচটা ছিল বেক্সিমকো ঢাকার বিপক্ষে। ওই ম্যাচে চট্টগ্রামের কাছে পাত্তাই পায়নি ঢাকা। সেই যে শুরু, চট্টগ্রামের জয়রথ এরপর আর থামেনি। 

টুর্নামেন্ট শুরুর  আগে যে দলটাকে দুর্বল ভাবছিলেন অনেকে। তারাই এখনো পর্যন্ত খেলা চার ম্যাচের সবগুলোতে জিতে পয়েন্ট টেবিলে আছে সবার উপরে। টানা তিন ম্যাচ হেরে ঢাকার অবস্থা ছিল ঠিক চট্টগ্রামের বিপরীত। শেষ দুই ম্যাচ জিতে কিছুটা হলেও স্থিতিশীল হয়েছে তারা। 

রবিবার ঢাকার সামনে চ্যালেঞ্জটা বেশ বড়। চট্টগ্রামের জয়রথ থামানোর মিশন তাদের। এই পথে অধিনায়ক মুশফিকুর রহিম এতদিন অনেকটা একাই ছিলেন ব্যাট হাতে। তাদের জন্য আশার কথা গত ম্যাচে ফিফটি পাওয়া ইয়াসির আলি রাব্বি ও তাকে সঙ্গ দেয়া আকবর আলির ব্যাটে ভালো কিছুর আভাস মিলেছে। 

তবে তাদের মোকাবেলা করতে হবে এবারের আসরের সবচেয়ে আক্রমণাত্মক বোলিং লাইন আপের। শরিফুল ইসলাম আর মোস্তাফিজুর রহমানদের সঙ্গে স্পিন বিভাগেও চট্টগ্রামকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মোসাদ্দেক হোসেন, নাহিদ হাসানরা। 

ঢাকার বোলারদের জন্যও কাজটা হবে বেশ কঠিন। লিটন দাস-সৌম্য সরকাররা আছেন দুর্দান্ত ফর্মে। গত ম্যাচে রান পেয়েছেন মোসাদ্দেক হোসেনও। 

একই দিনে মাঠে নামছে জেমকন খুলনা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। পাঁচ ম্যাচে ৩ জয় ও ২ হারে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে খুলনা। পাঁচ ম্যাচে দুই জয় নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে রাজশাহী। 

এমএইচ