ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই ফাঁকা পড়ে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শকের চেয়ারটি। অবশেষে সেই আসনের দায়িত্ব নিতে আসছেন জন লুইস। আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে পা রাখবেন ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার। এদিনই তার সঙ্গে পাকা চুক্তি সারতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০১৮ সালে তামিম ইকবাল, সাকিব আল হাসানদের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান নেইল ম্যাকেঞ্জি। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটারের সঙ্গে টাইগার বোর্ডের চুক্তি ছিল শুধু সাদা বলের ক্রিকেটে। তবে কিছুদিন টেস্ট দলের সঙ্গেও কাজ করেছেন তিনি। 

গত বছরের মাঝের দিকে বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এই দায়িত্বে আর থাকবেন না বলে জানিয়ে দেন ম্যাকেঞ্জি। তার পরিবর্তে নতুন ব্যাটিং পরামর্শ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্রেইগ ম্যাকমিলানকে নিয়োগ দেয় বিসিবি।

তবে যে শ্রীলঙ্কা সিরিজের জন্য তাকে আনার কথা চলছিল, শেষপর্যন্ত আর সেই লঙ্কা সফর করেনি বাংলাদেশ দল। এছাড়া পারিবারিক কারণে বাংলাদেশ দলের দায়িত্ব নিতে পারবেন না বলে জানান তিনি।

ম্যাকমিলান না আসায় নতুন পরামর্শকের সন্ধান শুরু করে বিসিবি। দীর্ঘদিন আলোচনা চলার পর মোটা দাগে উঠে এসেছে জন লুইসের নাম। এখনো অফিসিয়ালি চুক্তি না হলেও জানা গেছে, আগামী বৃহস্পতিবার বাংলাদেশে আসবেন তিনি। সেদিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি হবে তার। সব ঠিক থাকলে বাংলাদেশ দলের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই কাজ শুরু করবেন তিনি।

বিসিবির ঊর্ধ্বতন এক কর্তা নাম প্রকাশ অনিচ্ছুক শর্তে ঢাকা পোস্টকে জানান, সব ঠিক থাকলে বাংলাদেশের দলের নতুন কোচ হচ্ছেন ৪৫ বছর বয়সী এই ইংলিশম্যান।

তিনি বলেন, ‘এখনো চূড়ান্তভাবে কিছু বলা মুশকিল। তবে আমরা নীতিগতভাবে লুইসের ব্যাপারে আশাবাদী। আরও কয়েকজনের সঙ্গে কথা চললেও আমরা লুইসকে প্রথম পছন্দে রেখেছি। ওর ৭ জানুয়ারি ঢাকায় আসার কথা। বিসিবির সঙ্গে তার দেনদরবারের বিষয়টি সেদিনই ঠিক হবে। চুক্তিটা হয়ে গেলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দায়িত্বে থাকবেন লুইস।’

ইংলিশ ক্রিকেটার লুইস প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১.৯২ গড়ে করেন ১০ হাজার ৮২১ রান করেছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২১৫ ইনিংসে ২৭.৯৩ গড়ে ৪৭৪৭ রান আছে তার নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬টি এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে ১টি শতক আছে তার। ২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইংল্যান্ডের কাউন্টি দল ডারহামের প্রধান কোচের দায়িত্ব ছিলেন লুইস। 

টিআইএস/এটি/এনইউ