ফের ব্যর্থ সাকিব, হারল খুলনা
ছবি : বিসিবি
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগে সবচেয়ে বেশি আলোচনা ছিল সাকিব আল হাসানকে ঘিরে। কিন্তু টুর্নামেন্ট জুড়েই যেন দেখা মিলছে অপরিচিত এক সাকিবের। নিজের চেনা ছন্দটা খুঁজে পাচ্ছেন না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।
মঙ্গলবার সাকিবের এক ওভারে চার ছক্কাসহ ২৬ রান তুলেছেন নাঈম। তিন ওভারে সর্বমোট ৩৪ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। ব্যাট হাতেও ফের ব্যর্থ হয়েছেন তিনি। ৭ বল থেকে করেছেন ৮ রান। তার দল জেমকন খুলনা বেক্সিমকো ঢাকার কাছে হেরেছে ২০ রানে।
বিজ্ঞাপন
টস হেরে ব্যাট করতে নেমে খুলনার সামনে ১৮০ রানের লক্ষ্য দেয় বেক্সিমকো ঢাকা। জবাব দিতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার জাকির হাসানের উইকেট হারায় খুলনা। যদিও আরেক ওপেনার জহিরুল ইসলাম তুলে নেন হাফ সেঞ্চুরি।
৪ চার ও ২ ছক্কায় ৩৬ বলে ৫৩ রান করে সাজঘরে ফেরত যান তিনি। এছাড়া অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ করেন ২৬ বলে করেছেন ২৪ রান। শেষদিকে শামিম পাটোয়ারির ২ চার ও ছক্কায় ৯ বলে ২৪ রানের ইনিংস কিছুটা আশা দেখালেও শেষ পর্যন্ত তাতে কাজ হয়নি।
বিজ্ঞাপন
এর আগে ব্যাট করার সুযোগ পেয়ে সেটাকে ভালোভাবেই কাজে লাগায় ঢাকা। ওপেনার নাঈম ১৭ বল থেকে ৩৬ রান করে আউট হন শহিদুলের বলে।
ব্যাটিং পজিশন বদলে ইনিংস উদ্বোধনে আসা সাব্বির রহমানের ব্যাটে রানের দেখা মিলে বহুদিন পর। ৫ চার ও ৩ ছক্কায় ৩৮ বলে ৫৬ রান করেন তিনি।
৪ ছক্কা ও ১ চারে ১৪ বলে ৩১ রান করেন আকবর আলী। তাদের বিদায়ের পর আর কেউ ইনিংস এগিয়ে নিতে পারেননি সেভাবে। তাই নির্ধারিত ২০ ওভারে ১৭৯ রানে থামে ঢাকার ইনিংস। খুলনার পক্ষে ৪ ওভারে ২৬ রান দিয়ে এক উইকেট পান মাশরাফি বিন মুর্তজা।
এমএইচ