ছবি : সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গন থেকে অনেকেই রাজনীতিতে যুক্ত হয়েছেন। এর সর্বশেষ সংযোজন হতে যাচ্ছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। আসন্ন নড়াইল পৌরসভায় মেয়র পদপ্রার্থী হতে চান মিকু। 

বৃহস্পতিবার বিজয় দিবস ভলিবলের সাংবাদিক সম্মেলন শেষে তিনি বলেন,‘ আমি নড়াইলের সন্তান। নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দুই যুগের বেশি। জাতীয় পর্যায়ে ক্রীড়া সংগঠক হিসেবে দেশকে সেবা করেছি। এবার নিজ জেলা নড়াইলকে আরো বেশি সেবা দিতে চাই। ’ 

মিকু বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মেয়র প্রার্থী হতে চান। আওয়ামী লীগের মনোনায়ন এবং পরবর্তীতে নির্বাচিত হলে ভলিবল ফেডারেশন ছাড়ার ঘোষণা দিলেন,‘মেয়র হলে আমি ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করব। জাতীয় ক্রীড়া ফেডারেশন ছেড়ে দিলেও আমার নিজ জেলা নড়াইলের জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক থাকব। ’ 

জেলা ক্রীড়া সংস্থা, জাতীয় ক্রীড়া ফেডারেশন ছাড়াও মিকু বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব, বাংলাদেশ জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদের মহাসচিবের দায়িত্বে রয়েছেন। এই দুই পদ সম্পর্কে বলেন,‘ সংগঠক পরিষদের দায়িত্ব ছেড়ে দেয়ার কথা আগেই বলেছি। এখন শুধু আনুষ্ঠানিক পদত্যাগ করা বাকি। সামনে বিওএ নির্বাচন,ক্রীড়াঙ্গনের ব্যক্তিরা যদি চায় তাহলে বিওএ’র কোনো পদে থাকতে পারি।’ 

ক্রীড়া সংগঠকদের অনেকেই মেয়র হয়েছেন। মেয়র হওয়ার পরও ক্রীড়াঙ্গনের সাথে সম্পর্ক রেখেছেন তারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ভলিবল ফেডারেশনের সভাপতির দায়িত্বে রয়েছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আজম নাসির বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন। 

এজেড/এটি