ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণের পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলাদেশ দল। জানুয়ারির ২০ তারিখ মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ঘরের মাঠে ৩ ম্যাচ ওয়ানডের পর ২টি টেস্ট খেলবে টাইগাররা। সেই সিরিজ শুরুর আগে নতুন বছরের শুরুতে দুঃসংবাদ শুনতে হলো বাংলাদেশ দলকে। টেস্ট ফরম্যাটের র‍্যাঙ্কিংয়ে নবাগত আফগানিস্তানের নিচে নেমে গেছে টাইগাররা।

২০০০ সালে টেস্ট ক্রিকেটের স্বীকৃতি পায় বাংলাদেশ দল। ক্রিকেটের বনেদী এই সংস্করণে ২০ বছরের পথচলা টাইগারদের। তবুও জুতসইভাবে নিজেদের খুঁজে পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। অন্য দুই ফরম্যাটে ক্রমশ উন্নতি করছে টাইগাররা, তবে উন্নতির ছিটেফোঁটাও নেই পাঁচ দিনের ক্রিকেটে। তার মাসুলও দিতে হচ্ছে বাংলাদেশ দলকে।

করোনার কারণে প্রায় ১০ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। এই সময়ে রঙিন পোশাকের পাশাপাশি টেস্টে মাঠে নামা হয়নি তাদেরর। তবে এরই মধ্যে মাঠে ফিরেছে অন্যান্য দলগুলো। এজন্য প্রতিনিয়ত বদল আসছে আইসিসির র‍্যাঙ্কিংয়ে। 

নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের টেস্ট সিরিজ শেষে বুধবার এই ফরম্যাটের নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে সেরা ১০ দলের মধ্যে তলানিতে অবস্থা বাংলাদেশের। এমনকি এই ফরম্যাটে নবাগত আফগানিস্তান ক্রিকেট দলের নিচে নেমে গেছে টাইগাররা। বাংলাদেশের ১০ নম্বরে ঠেলে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরে উঠে এসেছে আফগানরা।

১০ নম্বরে নামা বাংলাদেশ দলের রেটিং পয়েন্ট ৫৫। এক ধাপ উপরে ওঠা আফগানিস্তানের রেটিং পয়েন্ট ৫৭। এছাড়াও ক্রিকেট ইতিহাসে টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ১ নম্বরে উঠে এসেছে নিউজিল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১১৮।

টিআইএস/এটি/এনইউ