ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বশেষ পিসিআর টেস্টে সব ক্লাব থেকে ৪০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। তবুও লিগ কর্তৃপক্ষ জানাচ্ছে, সূচি অনুসারেই সব ম্যাচ অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। গত ২৮ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দুই দফায় ২২৯৫ জনের পরীক্ষা করা হয়েছে, যাতে করোনা শনাক্ত হয়েছে ৪০ জনের শরীরে। এ নিয়ে শেষ ১৪ দিনে প্রিমিয়ার লিগে করোনায় আক্রান্ত হলেন ৫৮ জন খেলোয়াড় ও কোচিং স্টাফ। 

গেলো মার্চ থেকে জুলাই পর্যন্ত স্থগিত ছিল প্রিমিয়ার লিগ। সে অচলাবস্থা ভেঙে ফেরার পর থেকে নিয়ম মেনে করা করোনা পরীক্ষায় আর কখনোই এতো বেশি করোনায় আক্রান্ত হননি দলের সদস্যরা। এই গেল ডিসেম্বরের শুরুতেও দুই সপ্তাহে আক্রান্তের খবর মিলেছিল মাত্র ১৩টি।

যুক্তরাজ্যে নতুন ও দ্রুত সংক্রামক করোনাভাইরাসের আগমন ঘটার পর তৃতীয়বারের মতো লকডাউন ঘোষণা করা হয় গেল মঙ্গলবার। যদিও ‘অভিজাত’ খেলাগুলো চালিয়ে নেয়ার অনুমতি মিলেছে। তারপরও গেল দুই সপ্তাহে তিনটি ম্যাচ স্থগিত হয়েছে করোনার কারণে। সর্বশেষ গত রোববার স্কোয়াডে করোনা সংক্রমণের কারণে ফুলহ্যাম খেলতে পারেনি বার্নলির বিপক্ষে।

তবে এরপরও প্রিমিয়ার লিগ খেলা চালিয়ে নেয়ার ব্যাপারে আশাবাদী। তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘অধিকাংশ ক্লাবগুলোয় পিসিআর টেস্ট করানো হয়েছে। যাতে কম সংখ্যক সদস্য পজিটিভ শনাক্ত হয়েছেন। আর তাই লিগ কর্তৃপক্ষ নিজেদের কোভিড-১৯ প্রটোকলে আস্থা রাখছে এবং খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সূচি মেনে খেলা চালিয়ে যাওয়াতে সরকারেরও সায় আছে।’

সেখানে আরও বলা হচ্ছে, ‘খেলোয়াড় ও স্টাফদের মধ্যে যারা পজেটিভ প্রমাণিত হবেন, তাদেরই দশ দিনের আইসোলেশনে চলে যেতে হবে। প্রতিযোগিতার প্রিমিয়ার লিগ সততা ও স্বচ্ছতা ধরে রাখতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ নিজেই করোনার যাবতীয় তথ্য সরবরাহ করবে। প্রত্যেক দফা পরীক্ষার পরই লিগ কর্তৃপক্ষ ফলাফল জানাবে। কোনো ক্লাব কিংবা ব্যক্তির কাছে এ ফলাফল জানানো হবে না।’

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরণ বেশ ভালোভাবেই আঘাত করেছে। শেষ আট দিনে প্রতিদিন কমপক্ষে ৫০০০০ মানুষ আক্রান্ত হয়েছেন দেশজুড়ে। সোমবার আক্রান্ত হয়েছেন ৫৮৭৮৪ জন ব্যক্তি, মহামারী শুরুর পর থেকে এটিই দেশটিতে সর্বোচ্চ। 

ইংলিশ ফুটবলের ৭২ টি ক্লাবকেই প্রতিনিয়ত করোনা পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। এরপরও এখন পর্যন্ত সব ধরনের স্তরে এখন পর্যন্ত ৫২টি খেলা করোনার কারণে স্থগিত হয়েছে।

এনইউ/ এটি