সিডনিতে ফিরছেন রোহিত, অভিষেকের অপেক্ষায় সাইনি
ছবি: সংগৃহীত
করোনা সংক্রমণের পর অস্ট্রেলিয়া সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে ভারত। যেখানে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও সমান ব্যবধানে হেরেছে ওয়ানডে সিরিজ। টেস্টে সিরিজের শুরুটাও হতশ্রী হয়েছিল ভারতের। তবে দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়িয়েছে তারা। এবার সিডনি টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ভারত। যেখানে দীর্ঘদিন পর দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান রোহিত শর্মা। অভিষেকের অপেক্ষায় পেসার নভদীপ সাইনি।
অস্ট্রেলিয়া সফরে মোট ৪টি টেস্ট খেলবে ভারত। যেখানে প্রথম টেস্টে শোচনীয় হার বিরাট কোহলির দলের। দিবা-রাত্রির সেই টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৩৬ রানে গুটিয়ে যায় ভারতের ব্যাটিং লাইনআপ। সেই ম্যাচে ৮ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া।
বিজ্ঞাপন
সিরিজের দ্বিতীয় টেস্টে অবশ্য ঘুরে দাঁড়ায় সফরকারীরা। অধিনায়কের দায়িত্ব নিয়ে ভারতকে সমান ৮ উইকেটের জয়ের স্বাদ পাইয়ে দেন আজিঙ্কা রাহানে। এবার সিরিজে এগিয়ে যাওয়ার মিশন। যেখানে সিডনিতে ৭ জানুয়ারি মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচে মাঠে নামার আগে নিজেদের একাদশ ঘোষণা করেছে ভারত।
দীর্ঘদিন পর এই ম্যাচ দিয়ে ভারত জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন রোহিত। করোনার সংক্রমণে পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে বাইশ গজের লড়াইয়ের ফিরেছিলেন তিনি। তবে ইনজুরির কারণে জাতীয় দলের হয়ে খেলতে পারেননি। অবশেষে চোট কাটিয়ে ফেরা রোহিতকে সিডনি টেস্টে রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের পরিবর্তে খেলবেন তিনি।
বিজ্ঞাপন
মেলবোর্নের দ্বিতীয় টেস্টের দলে ছিলেন পেসার উমেশ যাদব। সেই ম্যাচে চোট পান তিনি। পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন এই ডানহাতি পেসার। তার পরিবর্তে সাইনিকে একাদশে রেখেছে ভারত। এই ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হবে সাইনির।
সিডনি টেস্টের ভারতীয় একাদশ-
শুবমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পান্থ (উইকটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, নভদীপ সাইনি ও মোহাম্মদ সিরাজ।
টিআইএস/ এটি