‘সামনে কঠিন পরীক্ষা’ সতর্ক করলেন পাপন
ছবি: সংগৃহীত
ক্রিকেটকে আরও বেশি জনপ্রিয় করতে নানা উদ্যোগ হাতে নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তার একটি বিশ্বকাপ সুপার লিগ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। সেই বিশ্বকাপে অংশ নিতে গেলে সুপার লিগের ২১টি ম্যাচের মধ্যে অন্তত ১৭টি ম্যাচ জিততে হবে বাংলাদেশ দলকে। চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে সেই মিশন শুরু করে দিয়েছে টাইগাররা। তবে সুপার লিগের আগামী ম্যাচগুলোর জন্য কঠিন পরীক্ষার ইঙ্গিত দিয়ে রাখলেন নাজমুল হোসেন পাপন।
প্রায় দীর্ঘ সাড়ে ১০ মাস পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা। প্রাত্যাবর্তনটা বেশ রাজকীয় হয়েছে অধিনায়ক তামিম ইকবালের দলের। এই সিরিজ দিয়ে বিশ্বকাপ সুপার লিগ পর্ব শুরু হয়েছে বাংলাদেশের। ৩ ম্যাচ সিরিজের শুরুর ২ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিতের পাশপাশি সুপার লিগের খাতায় ২০ পয়েন্ট জমা করেছে টাইগাররা।
বিজ্ঞাপন
চলতি বছর বাংলাদেশ দলের ঠাঁসা আন্তর্জাতিক সূচি। যার বেশিরভাগই দেশের বাইরে। সুপার লিগের চ্যালেঞ্জ পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলতে লাল-সবুজের প্রতিনিধিদের যে বর পরীক্ষা দিতে হবে সেটি বেশ ভালোই জানা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি (বিসিবি) পাপনের। শনিবার ঢাকার মোহাম্মদপুরের ইকবাল রোডে উদয়াচল পার্কে এক প্রীতি ক্রিকেট ম্যাচে দেখতে গিয়ে সামনে কঠিন পরীক্ষার ইঙ্গিত দিয়ে রাখলেন পাপন।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘একটা জিনিস মনে রাখতে হবে- আমাদের ওয়ানডে চ্যাম্পিয়নশিপ (সুপার লিগ) শুরু হয়েছে। দুটো ম্যাচ জিতে আমরা কিন্তু ২০ পয়েন্ট পেয়েছি। একেকটা ম্যাচ এখন খুব গুরুত্বপূর্ণ। কোনো ম্যাচকে ছোট করে বা খাটো করে দেখার সুযোগ নেই। তা না হলে ভবিষ্যতে বিশ্বকাপ খেলতে গেলে আমাদের অসুবিধা হবে। এজন্য আমরা প্রথম থেকেই প্রত্যেকটা খেলা অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছি।’
বিজ্ঞাপন
পাপন আরও জানান, ‘আগামী দিনে শক্তিশালী দেশগুলোর বিপক্ষে আমাদের বেশিরভাগ খেলাই দেশের বাইরে। আমরা দেশের মাটিতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে সবাইকে হারিয়েছি। কিন্তু বিদেশে গিয়ে ভালো জয় এক-দুটি ছাড়া তেমন হয়নি। সেদিক থেকে চিন্তা করলে অত্যন্ত কঠিন। প্রত্যেক খেলাকে গুরুত্বের সাথে নিতে হবে এবং অবশ্যই জিততে হবে।’
টিআইএস/এটি