ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস জয়ের ধারা অব্যাহত রেখেছে। নিজেদের প্রথম হোম ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ১-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারায়। এই জয়ে বসুন্ধরা কিংস টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে। অন্য দিকে টানা ৩ ম্যাচ হেরে ব্রাদার্স সবার তলানিতে।

ঢাকা মোহামেডান কুমিল্লায় তাদের প্রথম হোম ম্যাচে পরাজিত হলেও বসুন্ধরা জয়েই শুরু করেছে। গত মৌসুমে অবশ্য মোহামেডানের কাছে হেরেই বসুন্ধরার কুমিল্লা ভেন্যুর অভিষেক হয়েছিল। মোহামেডানের ম্যাচের দিনের চেয়ে বসুন্ধরার ম্যাচে দর্শকদের উপস্থিতি ছিল বেশি। লাল জার্সি গায়ে সমর্থকরা বসুন্ধরার গ্যালারির অংশে ভুুভুজেলা বাজিয়ে পরিবেশ উৎসবমুখর ছিল।

ম্যাচের চার মিনিটেই লীড নেয়ার সুযোগ এসেছিল বসুন্ধরার। কিন্তু বিশ্বনাথের শটে প্রস্তুত ছিলেন ব্রাদার্সের গোলরক্ষক তিতুমীর চৌধুরী। ১৬ মিনিটে ব্রাজিলিয়ান রবসন যেভাবে ঢুকে গিয়েছিলেন, তাতে গোল না হওয়া আফসোস বাড়িয়েছে বসুন্ধরার সমর্থকদের।

ম্যাচের ২০ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট হয় বসুন্ধরা কিংসের। জনাথনের বাড়িয়ে দেয়া বলে রাউল অস্কার পা ছোয়াতেই পারলেই ম্যাচে লিড নিতে পারতো জায়ান্ট বসুন্ধরা। ২৬ মিনিটে রবসনের কর্ণার থেকে অস্কার যে হেড নিয়েছিলেন তাতে বল চলে যায় ক্রসবারের অনেক উপর দিয়ে। ৩৪ মিনিটে আবারও সুযোগ নষ্ট হয় বসুন্ধরার। রবসনের বাড়িয়ে দেয়া বলে জায়গা মতো ছিলেন না মাহবুবুর রহমান সুফিল।

৪২ মিনিটে বিশ্বনাথের লম্বা থ্রো থেকে তপু বর্মণের হেড ক্রসবারের উপর দিয়ে চলে যায়। বসুন্ধরার আধিপত্যে প্রথমার্ধ শেষ হলেও গোলের দেখা পায়নি। আর মাঠে কোন কমলা ঝলক চোখে পড়েনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেতে পারতো বসুন্ধরা। কিন্তু তপু বর্মণের ক্রস থেকে আসা বলে প্রস্তুত ছিলেন ব্রাদার্সের গোলরক্ষক তিতুমীর চৌধুরি। ৬৩ মিনিটে ইব্রাহিমের ক্রস থেকে ব্রাদার্সের জালে বল জড়িয়েছেন ব্রাজিলিয়ান রবসন।

৭৮ মিনিটে বল নিয়ে ঢুকে গিয়েছিলেন ইব্রাহিম। কিন্তু সে যাত্রায় ব্রাদার্সের আর বিপদ হতে দেননি গোলরক্ষক তিতুমীর। এরপরই জনাথন যে শট নিয়েছিলেন তা অল্পের জন্য চলে যায় ক্রসবারের উপর দিয়ে। এই ম্যাচে অনেক পরীক্ষা দিতে হয়েছে ব্রাদার্সের গোলরক্ষক তিতুমীরকে।

৮৫ মিনিটে জনাথন এভাবে সুযোগ মিস না করলে ২-০ গোলে এগিয়ে যেতো বসুন্ধরা কিংস। জনাথনের আবারও মিস। তবে এবার প্রস্তুত ছিলেন ব্রাদার্সের গোলকিপার তিতুমীর। শেষ দিকে ব্রাদার্সকে এতোটাই চেপে ধরেছিল সুযোগ কাজে লাগাতে পারলে বড় ব্যবধানে ম্যাচ জিততে পারতো বসুন্ধরা কিংস।

এজেড/এটি/টিআইএস