কুমিল্লায় আন্তর্জাতিক ম্যাচ নিয়ে ভাবছেন সালাউদ্দিন
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন/ ছবি: সংগৃহীত
ঢাকার বাইরে কুমিল্লা ভেন্যুতে প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচ। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। বসুন্ধরা কিংস তাদের প্রথম হোম ম্যাচ দেখার জন্য বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে আমন্ত্রণ দিয়েছিল। কাজী সালাউদ্দিন তাদের আমন্ত্রণ গ্রহণ করে গিয়েছিলেন কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে।
ম্যাচ শুরুর কিছুক্ষণ পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাফুফে সভাপতি। কুমিল্লা ভেন্যু নিয়ে প্রশংসাই করলেন কাজী সালাউদ্দিন, ‘আমরা লিগ বিকেন্দ্রীকরণের চেষ্টা করছি। করোনার মধ্যে কয়েকটি ক্লাব ঢাকার বাইরে ভেন্যু নিয়েছে। এটা অত্যন্ত ইতিবাচক। কুমিল্লা ভেন্যুটি বেশ ভালোই। আয়তন, গ্যালারি সহ অনেক কিছুই সুন্দর। এই ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের চেষ্টা করব।’
বিজ্ঞাপন
বাংলাদেশের ফুটবলে সাম্প্রতিক সময়ে ঢাকার বাইরে একমাত্র সিলেটে আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। সিলেট ছাড়া অন্য কোনো জেলায় গত এক দশকে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয়নি। ১ মার্চ থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু হওয়ার কথা। বঙ্গবন্ধু গোল্ডকাপেই কি কুমিল্লা ভেন্যুর অভিষেক হতে পারে। এমন প্রশ্নের উত্তরে বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের সংশয় উঠে আসল, ‘এখনো করোনা চলছে। এর মধ্যে বিদেশি দলগুলো কতটুকু প্রস্তুতি নিয়ে আসতে পারবে আর আমরা কতটুকু সুন্দর আয়োজন করতে পারব। এসব নিয়ে আরো ভাবতে হবে।’
ফুটবলারদের ভ্যাকসিন, জাতীয় দলের পরিকল্পনাসহ আরো অনেক বিষয় নিয়ে প্রশ্ন থাকলেও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কুমিল্লায় শুধু কুমিল্লা ভেন্যু নিয়েই মন্তব্য করেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভেন্যু হোম হিসেবে নিয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান ও বসুন্ধরা কিংস।
বিজ্ঞাপন
এজেড/এটি/টিআইএস