সাকিবের পরামর্শের অভাব বোধ করেননি মুমিনুল
ছবি : বিসিবি/রতন গোমেজ
এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। মুমিনুল হক টেস্ট অধিনায়ক হিসেবে নির্বাচিত হবার পর সাকিবকে দলে পাননি। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব ফিরেছেন। সিরিজ শুরুর আগে তাকে দলে পাওয়া নিয়ে মুমিনুল জানিয়েছিলে, ‘এটা আমার জন্য স্বস্তির বিষয়। সাকিব ভাই থাকলে দলে ভারসাম্য তৈরি হয়। ভালো দিক আমাদের জন্য। অনেক অভিজ্ঞ ক্রিকেটার, চ্যাম্পিয়ন ক্রিকেটার।’
তবে টেস্ট সিরিজের শুরুতেই বাধে বিপত্তি। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬৮ রানের ইনিংস খেলা সাকিব পরে ফিল্ডিং করতে গিয়ে চোট পান। ঊরুতে পাওয়া সেই চোটে আর মাঠেই ফিরতে পারেননি তিনি। মূলত সাকিবকে নিয়েই বোলিং বিভাগের পরিকল্পনা সাজিয়েছিল টাইগাররা। তার না থাকায় এই বিভাগে বড় ধরনের শূন্যতা তৈরি হয়। অনেকেই মনে করছেন, সাকিব থাকলে ভিন্ন হতে পারতো চট্টগ্রাম টেস্টের ফল।
বিজ্ঞাপন
অধিনায়ক মুমিনুল মাঠের ক্রিকেটে কি সাকিবের অভাব অনুভব করেছেন? এক ভিডিও বার্তায় মুমিনুল জানান, ‘হ্যাঁ, বলতে পারেন। সাকিব ভাই থাকলে বোলিং অনেক গোছানো হতো। যেহেতু সিনিয়র বোলার, সিনিয়র ব্যাটসম্যান, সবাইকে আগলে রাখতে পারত। উনি না থাকায় মিস করেছি, বিশেষ করে বোলিংয়ে।’
অধিনায়ক হিসেবে বেশ তরুণ মুমিনুল। দায়িত্ব পাওয়ার পর ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও পাকিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে একটি করে টেস্টের অভিজ্ঞতা নিয়ে উইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচে তার অধিনায়কত্ব নিয়ে সমর্থকরা প্রশ্ন তুলেছেন। ম্যাচে অনেক সময় স্নায়ুচাপে ভুগতে দেখা গেছে তাকে। কখনো দেখা গেছে বিরতিতে মাঠের বাইরে গিয়ে সাকিবের পরামর্শ নিচ্ছেন তিনি।
বিজ্ঞাপন
তবে বিষয়টি এভাবে দেখছেন না মুমিনুল। সাকিবের অভাব অনুভব করেছেন তার পরামর্শ সেভাবে মিস করেননি বলে জানালেন তিনি, ‘অধিনায়ক হিসেবে উনার সাথে খুব বেশি ম্যাচ খেলিনি। এই প্রথম সুযোগ ছিল। আগে খেললে হয়ত ওভাবে অনুভব করতাম। সাকিব ভাই ছাড়াও স্পিনাররা ভালো করেছে। তাইজুল, নাঈম মিরাজ ভালো করেছে। যে বোলিং অ্যাটাক ছিল, ওরা একটু ভালো লেংথে বল করলে, ওরা ম্যাচ জেতানোর যোগ্য। আমরা একটু দুর্ভাগা ছিলাম, ভালো জায়গায় বল করতে পারিনি।’
টিআইএস/এমএইচ