ব্যাটিংয়ের পর ইংল্যান্ডের দুর্দান্ত বোলিং, চাপে ভারত
ছবি : ইএসপিএন ক্রিকইনফো
অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য এক সিরিজ জয় শেষে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ভুগছে ভারত। চেন্নাইয়ে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে দ্বিতীয় দিন শেষে চাপে আছে বিরাট কোহলির দল। ইংল্যান্ডের হয়ে বোলিংয়ে আলো ছড়াচ্ছেন জোফরা আর্চার ও টম বেস। আর্চার ২ ও বেস নিয়েছেন ৪ উইকেট।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। অধিনায়ক জো রুটের ডাবল সেঞ্চুরিতে তারা স্কোরকার্ডে জমা করে ৫৭৮ রান। নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে ছয় উইকেট হারিয়ে ২৫৭ রান তুলেছে স্বাগতিকরা।
বিজ্ঞাপন
আগের দিন ৮ উইকেট হারিয়ে ৫৫৫ রান তোলা ইংল্যান্ড দ্বিতীয় দিনে ২৩ রান যোগ করে অলআউট হয়। জসপ্রিত বুমরাহ ও রবীচন্দ্রন অশ্বিন দুজনেই নেন তিনটি করে উইকেট।
ব্যাট করতে নেমে ১৯ রানেই প্রথম উইকেট হারিয়ে ফেলে ভারত। ৯ বল থেকে ৬ রান করে সাজঘরে ফেরত যান রোহিত শর্মা। আরেক ওপেনার শুভমন গিল ২৮ বলে ২৯ রান করে রোহিতের মতো আর্চারের শিকার হন।
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার দারুণ ফর্ম দেশের মাটিতেও ধরে রেখেছেন চেতেশ্বর পূজারা ও ঋশভ পান্ত। ১১ চারে ১৪৩ বলে ৭৩ রান করে টম বেসের বলে সাজঘরে ফেরত যান পূজারা। অন্যদিকে প্রায় সেঞ্চুরি করে ফেলেছিলেন পান্ত। ৮৮ বলে ৯১ রানে তার ইনিংসও থামে বেসের বলে।
ওয়াশিংটন সুন্দর ৩৩ ও রবীচন্দ্রন অশ্বিন ৮ রান নিয়ে স্বাগতিকদের পক্ষে চতুর্থ দিন শুরু করবেন। এই দুইজনের সামনে এখন ফলো অন এড়ানোর চ্যালেঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ১৯০.১ ওভারে ৫৭৮ (বেস ৩৪, লিচ ১৪*, অ্যান্ডারসন ১; ইশান্ত ২৭-৭-৫২-২, বুমরাহ ৩৬-৭-৮৪-৩, অশ্বিন ৫৫.১-৫-১৪৬-৩)।
ভারত ১ম ইনিংস: ৭৪ ওভারে ২৫৭/৬ (পূজারা ৭৩, পান্ত ৯১, সুন্দর ৩৩*; আর্চার ১৬-৩-৫২-২, স্টোকস ৬-১-১৬-০, বেস ২৩-৫-৫৫-৪)।
এমএইচ