বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের স্বত্ব কিনতে যাচ্ছে কে-স্পোর্টস। লিগ শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে স্বত্ত্ব বিক্রির আগ্রহী পেল বাফুফে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারন সম্পাদক আবু নাঈম সোহাগ।  

তিনি বলেন , ‘এবার আমাদের লিগের স্বত্ব কিনবে কে- স্পোর্টস। আমাদের আলোচনা চূড়ান্ত। কে স্পোর্টস এখন লিগের স্পন্সর ঠিক করবে। আমরা আশাবাদী আগামী সপ্তাহের মধ্যে কে স্পোর্টস ও তাদের স্পন্সর নিয়ে আমরা বড় অনুষ্ঠান করতে পারব।’
 
সমঝোতা স্মারক  সম্মতি দিয়েছে কে-স্পোর্টস। তাই খুব শিগগিরই একটি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক চুক্তি হতে পারে৷ 

কে স্পোর্টসের সিইও ফাহাদ করিম বলেন, ‘আমরা লিগের স্বত্ব কিনতে আগ্রহী। এখনও কিছু বিষয় আলোচনা প্রয়োজন। তবে আশাবাদী সব কিছু আগামী সপ্তাহের মধ্যে ঠিক হবে।’

কে স্পোর্টস বাংলাদেশে ক্রীড়া খাতে অন্যতম ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। ক্রিকেটে বিপিএল সফলভাবে আয়োজন করছে তারা। ফুটবলেও তারা সম্পৃক্ত। বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ডকাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বত্ব করেছিল এই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি। 

এবার লিগের স্পন্সর নিয়ে যখন বাফুফে হাপিত্যেস করছিল, ঠিক সেই সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এই প্রতিষ্ঠানটি।

এজেড/এটি