সালাহউদ্দিনের বাসায় সেই বৈঠক/ঢাকাপোস্ট

জাতীয় দলের কোচ নিয়ে জটিলতা শেষ হচ্ছেই না। দুই দিন দফা সভার পরও জাতীয় দলের কোচ বিষয়টি পরিষ্কার হচ্ছে না। জাতীয় দল কমিটি দুই মাসের জন্য অস্কার ব্রুজনকে জাতীয় দলের কোচ হিসেবে নাম ঘোষণা করলেও এখন সিদ্ধান্ত অনেকটা বদলেছে। শুধু সাফের জন্য অস্কারকে বিবেচনা করছে বাফুফে। 

আজ দুপুরে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বাসায় কোচ অস্কার ব্রুজন, জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এক বিশেষ সভা করে। সেই সভা শেষে জাতীয় দল কমিটির চেয়ারম্যান নাবিল বলেন, ‘অস্কারের সঙ্গে আমাদের আলোচনা ফলপ্রসূ। তিনি দায়িত্ব নেবেন। আমরা তাকে আপাতত সাফ নিয়ে ভাবছি।’ 

সাফের পরপরই দুটি টুর্নামেন্ট। কুয়েতে অনুর্ধ্ব ২৩ এএফসি চ্যাম্পিয়নশিপ অক্টোবরের তৃতীয় সপ্তাহে আরেকটি নভেম্বরে শ্রীলংকায় ত্রিদেশীয় টুর্নামেন্ট। অস্কার শুধু সাফে থাকলে ওই দুই  টুর্নামেন্টের দায়িত্ব নেবেন কে? এই প্রসঙ্গে জাতীয় দল কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমরা এখন আপাতত সাফ নিয়ে ভাবছি। পরবর্তীতে বাকি দুই টুর্নামেন্ট নিয়ে আলোচনা করব।’

অস্কার আজও আনুষ্ঠানিকভাবে কথা বলেননি। আগামীকাল দুপুরে সংবাদ সম্মেলন ও দল ঘোষণা করবেন অস্কার। এর আগে আজ সালাউদ্দিনের বাসার সভার পর বলেছেন, ‘আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আগামীকাল সংবাদ সম্মেলনে বিস্তারিত বলব।’

এর আগে গত ১৭ সেপ্টেম্বর জেমি ডে’কে সাময়িক অব্যহতি দিয়ে সাফ ফুটবলে অস্কার ব্রুজনকে কোচ হিসেবে ঘোষণা দেয় বাফুফে। এরপর থেকেই এই ধোঁয়াশার শুরু।  

অস্কার ব্রুজন বসুন্ধরা কিংসেরও কোচ। ডিসেম্বরে স্বাধীনতা কাপ দিয়ে ঘরোয়া ফুটবল শুরু হওয়ার কথা। এক সূত্রে জানা গেছে, অস্কার ছয় সপ্তাহের সময় চান বসুন্ধরার প্রাক মৌসুম অনুশীলনের জন্য। সেই ছয় সপ্তাহ সময় দিলে অস্কারের পক্ষে নভেম্বরের টুর্নামেন্টে জাতীয় দলের হয়ে কোচিং করানো সম্ভব নয়। এর পাশাপাশি জানা গেছে, অস্কার অনুর্ধ্ব ২৩ দলের দায়িত্ব নিতে সম্মত নন। এএফসি অনুর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে দেশি শীর্ষ কোচদের একজন দায়িত্ব নিতে পারেন। 

এজেড/এটি